ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ৮ নারীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, জানুয়ারি ১৮, ২০১৭
সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ৮ নারীর কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে আট নারীকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বুগং এ আদেশ দেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় নাফিস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে নাফিস হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুরে এ হোটেলে অভিযান চালায়। এসময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আট নারীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন।

ইউএনও ব্রেনজন চাম্বুগং বাংলানিউজকে বলেন, নাফিস হোটেলটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।