ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিংড়ায় এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, জানুয়ারি ১৮, ২০১৭
সিংড়ায় এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিলতাজপুর গ্রাম থেকে জাকির হোসেন (৩৬) নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন জাকির হোসেন। মঙ্গলবার রাতের নিজের ঘরে ঘুমাতে যান তিনি।

সকালে জাকিরের ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহায়তায় বাড়ির লোকজন দরজা ভেঙে জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।