ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, জানুয়ারি ১৭, ২০১৭
খাগড়াছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন খাগড়াছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. মজিদ আলী, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ মোহন চাকমা, পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আইসিটি সংক্রান্ত নাগরিক সেবা প্রদান ও নাগরিক সেবা প্রাপ্তির কৌশলসমূহ উপস্থাপন করা হবে।

এছাড়াও প্রতিদিন মেলায় থাকছে- ডিজিটাল চলচিত্র প্রদর্শনী, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ