ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২০, জানুয়ারি ১৭, ২০১৭
সাভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সাভার (ঢাকা): সাভারে সড়ক দুর্ঘটনায় আর আর এফ পুলিশ লাইন মিল ব্যারাকের হাবিলদার সবুর মিয়া (৫০) নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, সোমবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর এলাকায় পুলিশের হাবিলদার সবুর মিয়া দায়িত্ব পালন করছিলেন (জরুরি দায়িত্ব)।

হঠাৎ যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সবুর মিয়াকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠান।  

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জনান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ