ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

নাটোরে জেএমবি’র আরও এক সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জানুয়ারি ১৬, ২০১৭
নাটোরে জেএমবি’র আরও এক সদস্য গ্রেফতার

নাটোর: নাটোরের সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমবি’র আরও এক সদস্য সাইফুল ইসলাম দুলালকে (৫০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে একই এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রসহ আটক ফজলুর রহমানের সহযোগী ছিলেন দুলাল।

সোমবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, জঙ্গি ফজলুর রহমান আটক হওয়ার পরে শনিবার (১৪ জানুয়ারি) রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) জুলহাস বাদী হয়ে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার ভুক্ত আসামি দুলাল। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিলো।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হবে, বলেন তিনি।

** নাটোরে অস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য আটক
** নাটোরে আটক জঙ্গির বিরুদ্ধে মামলা
** নাটোরে আটক জেএমবি ফজলু ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসজে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।