ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জানুয়ারি ১৬, ২০১৭
সুনামগঞ্জে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা সুনামগঞ্জে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের বালুর মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, আজিজুস সমাদ ডন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।