ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, জানুয়ারি ১৬, ২০১৭
পিরোজপুরে প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান পিরোজপুরে প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান

পিরোজপুর: প্রতিবন্ধী নারীদের আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ১২ জন প্রতিবন্ধী নারীকে প্রশিক্ষণের পর সেলাই মেশিন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ‘ডাক দিয়ে যাই’নামে একটি এনজিও’র বালিপাড়া শাখা মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত থেকে প্রতিবন্ধী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল হূদা।

এ সময় ওই এনজিও’র উপ-নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, প্রকল্প সমন্ময়কারী মো. শাহনেওয়াজ ও সাংবাদিক খালিদ আবু উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ছয়জন, নাজিরপুরের দুইজন, মঠবাড়িয়া উপজেলার একজন, বাগেরহাটের চিতলমারী উপজেলার দুইজন, ঝালকাঠির রাজাপুর উপজেলার একজন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ