ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ৮৫ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০০, জানুয়ারি ১০, ২০১৭
বেনাপোল সীমান্ত থেকে ৮৫ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ৮৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ ও দৌলতপুর মাঠে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিদের মধ্যে ২৫ নারী, ৩৬ পুরুষ ও ২৪টি শিশু রয়েছে।

তাদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, সীমান্ত পথে অবৈধভাবে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু ভারত থেকে দেশে ফিরছিল। খবর পেয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালায়। এসময় পুটখালী চরের মাঠ এলাকা থেকে ৫৫ জন ও দৌলতপুর মাঠ থেকে ৩০ জন বাংলাদেশিকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় অনুপ্রবেশের অভিযোগে ১১-সি ধারায় মামলা করে আটক সবাইকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজেডএইচ/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ