ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী নার্গিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৯, ডিসেম্বর ২০, ২০১৬
বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী নার্গিস

গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নার্গিস খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নার্গিস খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী।
 
সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে।

   
নার্গিস খাতুন ওই গ্রামের লাল মিয়ার মেয়ে। সে স্থানীয় হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
   
স্থানীয়রা জানান, নার্গিসের সঙ্গে পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে সিরাজুল ইসলামের (২৩) বিয়ে ঠিক হয়। সোমবার রাতে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি দেখে বর ও বরযাত্রী পালিয়ে যায়।
 
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব বাহার বাংলানিউজকে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ তার বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবার মুচলেকা দেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।