ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, ডিসেম্বর ১৯, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনী এলাকা থেকে চোলাই মদসহ দুই জনকে আটক করেছে ৠাপিড আ্যকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনী এলাকা থেকে চোলাই মদসহ দুই জনকে আটক করেছে ৠাপিড আ্যকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রোববার (১৮ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার উপর নিমগাছি এলাকার মনিরুল ইসলামের ছেলে সুমন আলী (২৫) এবং তেঁতুলতলা এলাকার আশরাফুলের ছেলে মিঠ‍ুন আলী (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শিয়ালা কলোনী এলাকার আজগর আলীর বাড়ির পাশের রাস্তায় ৠাব অভিযান চাল‍ায়। এসময় ১৫৫ বোতল চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।