ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় ২ নারী শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ডিসেম্বর ১৮, ২০১৬
রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় ২ নারী শ্রমিক নিহত

রাজধানীর শ্যামপুর ধোলাইপাড় এলাকায় ট্রাকচাপায় ২ নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুত আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা: রাজধানীর শ্যামপুর ধোলাইপাড় এলাকায় ট্রাকচাপায় ২ নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুত আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।



রোববার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম সুমনা (১৬) বলে জানা গেছে।  

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ধোলাইপাড় স্কুলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩ নারী শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে ঢামেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আহত নারী শ্রমিক আছিয়ার (২০) অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

মনির হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই নারী শ্রমিকরা স্থানীয় একটি ফ্যান কারখানার কাজ করে। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ট্রাকটি তাদের চাপা দেয়।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।