ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ডোমারে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, ডিসেম্বর ১৮, ২০১৬
ডোমারে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমারে মুন্নি আক্তার (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমারে মুন্নি আক্তার (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে ডোমার উপজেলার জোড়াবাড়ি গ্রাম সংলগ্ন সাবেক ছিটমহল কোর্টভাজিনি এলাকার একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, মুন্নি জোড়াবাড়ি গ্রামের রফিজ উদ্দিনের মেয়ে এবং গ্রামের ফকিরপাড়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী। সকালে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে গেলে নিজ বাড়ির অদুরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাবেক ছিটমহল কোর্টভাজিনি বালাশুশি পাড়ায় কাঁঠাল গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান বলেন, ঘটনাটি দেবীগঞ্জ থানায় হওয়ায় সেখানকার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।