ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ১১ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৪, ডিসেম্বর ১৫, ২০১৬
দিনাজপুরে ১১ মাদক ব্যবসায়ী আটক

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

দিনাজপুর: জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ১০৫ লিটার চোলাই মদ, ১ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ১৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

দিনাজপুর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য ফেরদৌস আহমেদ বাংলানিউজকে জানান, আটকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।