ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন উদ্ধার, নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, ডিসেম্বর ১৪, ২০১৬
গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন উদ্ধার, নারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীর গোদাগাড়ী থেকে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ রোখসানা বেগম (২৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থেকে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ রোখসানা বেগম (২৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর পৌরসভার রামনগর থেকে তাকে আটক করা হয়।

আটক রোখসানা বেগম ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।    

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি বাংলানিউজকে জানান, তাদের কাছে তথ্য ছিল ওই বাড়িতে হেরোইনের ব্যবসা চলছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে রোখসানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। পরে এ ঘটনায় তাকে আটক করা হয়।

ওসি জানান, বর্তমানে রোখসানাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার স্বামীকেও আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

ওই মামলায় রোখসানাকে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।