ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, ডিসেম্বর ১৪, ২০১৬
ফেনীতে মাদকসেবীর কারাদণ্ড

ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় দেলোয়ার হোসেন (২৪) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফেনী: ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় দেলোয়ার হোসেন (২৪) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাস এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দেলোয়ার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন দেলোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে পাঁচগাছিয়া বাজার থেকে সাত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।