ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

নাটোরে গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, ডিসেম্বর ১৪, ২০১৬
নাটোরে গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি আটক

নাটোরে সাথী বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি মোমেনা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।

নাটোর: নাটোরে সাথী বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি মোমেনা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত সাথী বেগম সদর উপজেলার তেঘোরিয়া গ্রামের রিকশা চালক জিয়ারুল ইসলামের মেয়ে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দেড় বছর আগে সাথীর সঙ্গে রামনগর গ্রামের হুসেন আলীর ছেলে মিজানের বিয়ে হয়। বিয়ের সময় মিজানকে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার দেওয়া হয়। কিন্তু আরও ৫০ হাজার টাকা যৌতুকের জন্য সাথীকে চাপ দেয় স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন।
 
সাথী বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় সাথীকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে সাথীর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সাথীর বাবা জিয়ারুল বাদী হয়ে দুপুরে নাটোর সদর থানায় একটি অভিযোগ করলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘাতক মিজান ও তার বাবা হুসেন আলী পলাতক আছেন। তবে শাশুড়ি মোমেনাকে আটক করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।