ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় যুবককে হত্যা

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, ডিসেম্বর ১৩, ২০১৬
খুলনায় যুবককে হত্যা

খুলনায় জাহিদ (২৮) নামে এক যুবককে গুপ্তি দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

খুলনা: খুলনায় জাহিদ (২৮) নামে এক যুবককে গুপ্তি দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে এ ঘটনা ঘটে।

এসময় তার সঙ্গে থাকা বড়ভাই জাভেদকেও (৩০) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

দুই ভাই খালিশপুরের বঙ্গবাসীর নতুন কলোনীর মৃত সাব্বির হোসেনের ছেলে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈয়মুর ইলী বাংলানিউজকে বলেন, দুই ভাই বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত জাহিদের বুকের বাম পাশে ধারালো গুপ্তি ঢুকিয়ে দেয়। আর তার বড়ভাই জাভেদকে কুপিয়ে পালিয়ে যায়। পরে জাহিদকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি জানান, স্থানীয় প্রভাবশালী আব্বাসের বাড়ির পাশের পুকুর লিজ নিয়েছিলেন দুই ভাই। সেখানে মাছ চাষ করতে গেলে আব্বাস চাঁদা চেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, চাঁদা না দেওয়ার কারণে জাহিদকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এমআরএম/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।