ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

মুগদায় অবৈধ গর্ভপাতের সময় মা ও গর্ভের সন্তানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, ডিসেম্বর ১, ২০১৬
মুগদায় অবৈধ গর্ভপাতের সময় মা ও গর্ভের সন্তানের মৃত্যু

রাজধানীর মুগদায় ওষুধ সেবন করে অবৈধ গর্ভপাতের সময় এক গর্ভবতী মা ও তার গর্ভের মেয়ে সন্তানের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নাসিমা (৪৫) রংপুরের তৌফিক মিয়ার স্ত্রী।

ঢাকা: রাজধানীর মুগদায় ওষুধ সেবন করে অবৈধ গর্ভপাতের সময় এক গর্ভবতী মা ও তার গর্ভের মেয়ে সন্তানের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া নাসিমা (৪৫) রংপুরের তৌফিক মিয়ার স্ত্রী।

দু’জনের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।  

মুগদা থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, নাসিমা রংপুর থেকে পাঁচ মাসের অন্তসত্ত্বা অবস্থায় মুগদার মান্ডা এলাকায় তার বোনের বাসায় আসেন। বুধবার (৩০ নভেম্বর) রাতে গর্ভপাতের জন্য ওষুধ সেবন করেন তিনি। এ সময় তার গর্ভের সন্তান ভূমিষ্ট হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মৃত নাসিমার বড় বোন মুগদা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি এনামুল হক।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজেডএস/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ