ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, নভেম্বর ২৯, ২০১৬
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা: সাতক্ষীরায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়াটার ফর ফুড ইন দ্য কোস্টাল এরিয়া অব সুন্দরবনস ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা দলিত এ কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন সংরক্ষিত সংসদ সদস্য রিফাত আমিন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর হোসেন সজলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মৃত্তিকা গবেষক সচিন্দ্র নাথ বিশ্বাস, বিনা সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা আরাফাত তপু ও দলিতের সহকারী পরিচালাক বাসন্তী লতা দাস প্রমুখ।

মূল প্রবন্ধ পাঠ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম কুদ্দুস।

কর্মশালায় বক্তারা জলাবদ্ধ জমিতে কচুরিপানার বেড তৈরি করে সবজি চাষের আহ্বান জানিয়ে বলেন, জলাবদ্ধ জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কচুরিপানা দিয়ে তৈরি বেডে লালশাক, কলমিশাক, শশা ও লাউসহ সব ধরনের সবজি চাষ করে লাভবান হওয়া সম্ভব। এতে খাদ্য নিরাপত্তা সুসংহত করবে।  

কর্মশালায় জেলার আশাশুনি ও তালা উপজেলার কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।