ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদকসেবীর হামলায় কান গেলো আ’লীগ নেতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, নভেম্বর ৪, ২০১৬
মাদকসেবীর হামলায় কান গেলো আ’লীগ নেতার

রাজশাহী: রাজশাহী মহানগরীর উত্তর নওদাপাড়া এলাকায় এক মাদকসেবীর হামলায় আল-মামুন (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার একটি কান কেটে গেছে।

 

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে এই ঘটনার পর বিকেলে ওই নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা রাসেল আলী (৩৩) নামে ওই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাসেল ওই এলাকার শফিকুল ইসলাম ওরফে শফির ছেলে।

আহত আল-মামুন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। পেশায় তিনি একজন দলিল লেখক। এছাড়া রাজশাহী সদর দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদক।

মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, হামলার ঘটনায় রাসেলকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

তবে রাসেলের দাবি অস্ত্র নয়, দাঁত দিয়ে কামড়েই মামুনের কান কেটেছেন তিনি।

মাদক সেবন করে অশ্লীল ভাষায় গালাগাল করছিলেন রাসেল। এসময় এর প্রতিবাদ করায়  আওয়ামী লীগ নেতা আল-মামুনের কানে কামড় বসান তিনি। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।

তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসএস/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ