ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, নভেম্বর ৪, ২০১৬
ফেনীতে মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে ফেনসিডিল ও কোরেক্স সিরাপসহ আবদুর রউফ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 
শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদরের ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের উত্তরে ইমাম মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আবদুর রউফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়ার আবু রশিদের ছেলে।

ফেনী ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, সন্ধ্যায় ইমাম মার্কেটের সামনে একটি লেগুনাতে তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল ও ৪৪ বোতল কোরেক্স সিরাপসহ আবদুর রউফকে আটক করা হয়।
 
আবদুর রউফের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ