ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, নভেম্বর ৪, ২০১৬
সৈয়দপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীরে ব্যাটারিচালিত অটোরিকশার চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাত অটোচালক আহত হয়েছেন।

 

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অটোচালকরা হলেন- পারভেজ (২৫), কাদের (২২), কাজল (২৬), সালাম (২৭), আল-আমিন (১৮), জসিম (১৯) ও জহির (২৮)। এর মধ্যে ছয়জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সৈয়দপুর শহর থেকে ঢেলাপীর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের কয়েকটি স্থানে অবৈধভাবে গাড়ি প্রতি ১০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এ চাঁদা দিতে অস্বীকার করায় সন্ধ্যায় চেইন মাস্টার শামিমের সঙ্গে অটোচালকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারপিট ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাত অটোচালক আহত হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনার পর অটোচালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ