ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধনবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, নভেম্বর ৪, ২০১৬
ধনবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দিয়েছে প্রতিভা বৃত্তি প্রকল্প পরিষদ।

 

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ বৃত্তি দেওয়া হয়।

এ সময় ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল ও সরিষাবাড়ী উপজেলার মোট ১৯৮ জন শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি দেওয়া হয়।
 
এতে সভাপতিত্ব করেন- প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মো. মাহবুবুর রহমান খান খসরু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিভা বৃত্তি প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল আমীন রইচ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ।
 
এ সময় বক্তব্য রাখেন- প্রতিভা বৃত্তি প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক রঞ্জিত চন্দ্র সাহা, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মো. আশরাফ হোসেন, প্রতিভা বৃত্তি প্রকল্পের সচিব মো. শামসুল হক, মো. রফিকুল ইসলাম, দেওয়ান মোকলেছুর রহমান রিনজ, শিরিন শারমিন জাহান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ