ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, নভেম্বর ৪, ২০১৬
চুনারুঘাটে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

হবিগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের চুনরুঘাট উপজেলায় বিষপান করে অমৃত মুন্ডা (৩৫) ও জবা মুন্ডা (৩০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী জবা মুন্ডার মৃত্যু হয়।

এর আগে বাড়িতে বিষপানে মৃত্যু হয় স্বামী অমৃত মুন্ডার। তারা উপজেলার লালচাঁন চা বাগানের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবা মুন্ডা সবার অগোচরে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, স্ত্রী জবা মুন্ডার বিষপানের খবর পেয়ে স্বামী অমৃত মুন্ডা বিষপান করেন। এতে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, মনে হচ্ছে এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছু বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ