ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদক রোধে রায়গঞ্জে গোলটেবিল বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, নভেম্বর ৪, ২০১৬
মাদক রোধে রায়গঞ্জে গোলটেবিল বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক রোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ হল রুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় পত্রিকা দৈনিক কলম সৈনিক আয়োজিত ‘মাদকের আগ্রাসন রোধে আমাদের করণীয়’ শীর্ষক বৈঠকে অংশ নিয়ে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদক রোধের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

বক্তব্য রাখেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদার, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম, বণিক সমিতির সভাপতি আব্দুল হালিম খান দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান, স্থানীয় প্রবীণ সাংবাদিক দীপক কুমার কর, তাপস কুমার ঘোষ, গোলাম মোস্তফা, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও দৈনিক কলম সৈনিকের যুগ্ম সম্পাদক স্বপন চন্দ্র দাস প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ