ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বৈদেশিক অনুদান রেগুলেশন আইন উদ্ভট: ড. শাহদীন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, নভেম্বর ৪, ২০১৬
বৈদেশিক অনুদান রেগুলেশন আইন উদ্ভট: ড. শাহদীন  ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৈদেশিক অনুদান রেগুলেশন আইন-২০১৬ কে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন আইনজীবী ড. শাহদীন মালিক।  

তিনি বলেছেন, ‘এ আইন বাস্তবায়ন হলে মানুষ গণতান্ত্রিক অধিকার হারাবে।

ভয় ও আতঙ্ক থাকবে। কোনো আলোচনা ও সমালোনা করতে পারবে না। ’

শুক্রবার (০৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মৌলিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছা সেবাম‍ূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৬ ও নাগরিক অধিকার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।  

ড. শাহদীন মালিক বলেন, ‘আইনে বলা আছে- এনজিওতে কাজ করা কোনো ব্যক্তি অশালীন ও বিদ্বেষমূলক কথা বললে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। ’
 
‘আইনটি এতোই উদ্ভট যে, কোনো এনজিও কর্মী যদি ভাউচার কিংবা ষান্মাসিক প্রতিবেদন জমা দিতে না পারেন তবে তাকে ফৌজধারী অপরাধে শাস্তি পেতে হবে। কিন্তু চুরি কিংবা হত্যা করলে কী করা হবে- তা আইনে বলা নেই। ’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করতে পারবো না, এটা হতে পারে না। ’ 

‘সংসদ সংবিধান কর্তৃক সৃষ্ট। সংবিধান মেনে সংসদ আইন করবে। সংসদ কোনো মতেই সার্বভৌম নয়। সংসদ নিয়ে কোনো কথা বলা যাবে না এ ধারণা ভুল। ’ 

‘সংসদের পাশাপাশি নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে যাতে কোনো কথা বলতে না পারি সেজন্যে এ আইন করা হচ্ছে,’ অভিযোগ করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।  

সভায় সুশাসনের জন্যে নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ব্যবিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪,২০১৬
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।