ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধর্ষণকারীদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, নভেম্বর ৪, ২০১৬
ধর্ষণকারীদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া: রংপুরে নার্সিং ইনিস্টিটিউটের দুই ছাত্রীকে ধর্ষণসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  
 
শুক্রবার (০৪ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্রফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


 
জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক দিলরুবা নুরীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদের জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, ছাত্রফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় বর্মন, জেলা মহিলা ফোরামের সদস্য নুসরাত জাহান ময়না প্রমুখ।
 
বক্তারা বলেন, বিচারহীনতার কারণে এসব ঘটনা অব্যাহত রয়েছে। বিচারের আওতায় এনে দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। নইলে এসব ঘটনা দমানো যাবে না। আর দোষীদের শাস্তি নিশ্চিত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই।
 
তাই সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্রফ্রন্টের এ আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।