ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব‌রিশালে ৫০ মণ জাটকাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, নভেম্বর ৪, ২০১৬
ব‌রিশালে ৫০ মণ জাটকাসহ আটক ৪ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব‌রিশাল: ব‌রিশালে মি‌নি ট্রাক ভ‌র্তি ৫০ মণ জাটকাসহ  চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) মধ্যরাতে নগ‌রীর দপদপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জ‌রিমানা করা হ‌য়। এছাড়া এদের মধ্যে মো. লিটন ঢালী (৩০) ও সামসুল আলমকে (৩৫) ১৫ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অপর দুইজন হলেন, আলাউ‌দ্দিন (৩২) ও মাহে আলম (৩৫)। তারা ভোলার বাসিন্দা।

ব‌রিশাল জেলা মৎস্য অ‌ফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, জব্দকৃত জাটকা শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব‌রিশাল নৌ পু‌লিশ ফাঁড়ির সামনে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।