ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আয়কর মেলায় ফেনীতে আদায় ৮ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, নভেম্বর ২, ২০১৬
আয়কর মেলায় ফেনীতে আদায় ৮ লাখ টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: আয়কর মেলার প্রথম দিনে ফেনীতে আট লাখ ১৮৯ টাকা আদায় করা হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় ফেনীর আয়কর পরিদর্শক শিপন পাল বাংলানিউজকে এ তথ্য জানান।

শিপন পাল জানান, চার দিনব্যাপী আয়কর মেলায় ১২২টি প্রাপ্ত রির্টান সংখ্যা, ৫০টি নতুন ইটিএন প্রদান করা হয়। মেলায় মোট ৪০৭ জন সেবা গ্রহণ করেন।

এরআগে, সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিন উল আহসান।

কুমিল্লা অঞ্চলের যুগ্ম-কর কমিশনার আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।