ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চালক হত্যা, গাড়ি চুরিচক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৮, নভেম্বর ২, ২০১৬
চালক হত্যা, গাড়ি চুরিচক্রের ২ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর রূপনগর এলাকায় চালককে হত্যা করে গাড়ি চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, ওয়াশিম খান (২০) ও শেখ সিরাজ (২৭)।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গাড়িটি যশোর থেকে উদ্ধার করা হয়।
 
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

গত ০৮ অক্টোবর রাতে গাড়ির চালক মনির হোসেনকে হত্যা করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। পরে গাড়ির মালিক আসরাফ হোসেন বাদী হয়ে গত ১৪ অক্টোবর রূপনগর থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি জানান, এই চক্রের আরও এক সদস্য রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রের সদস্যরা নিহত ওই চালকের বন্ধু বলেও তারা জানতে পেরেছেন।

ওসি আরো জানান, চুরি করা গাড়িটি তারা বিক্রির জন্য চেষ্টা করেন। বিক্রি করতে না পেরে সেটা যশোরে ফেলে রেখে আসেন বলে জানিয়েছেন আসামিরা।
 
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসজেএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।