ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বদরগঞ্জে ইউপি কার্যালয়ে স্থায়ী কমিটি গঠনে অবহিতকরণ কর্মশালা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, নভেম্বর ২, ২০১৬
বদরগঞ্জে ইউপি কার্যালয়ে স্থায়ী কমিটি গঠনে অবহিতকরণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জে ইউনিয়ন পরিষদের কাজ গতিশীল করতে সাত সদস্য বিশিষ্ট ১৩টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি অবহিতকরণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (০২ নভেম্বর) দুপুরে ইউপি কার্যালয়ে নয় নম্বর দামোদরপুর ইউনিয়নের কাজের বিশেষিকরণ, জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ ও দক্ষ ব্যবস্থাপনার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আবু তালেব সরকার, ইউপি সচিব আতিকুর রহমান ও সহকারী তহশিলদার নাজমুল হক প্রমুখ।

এর আগে প্রধান অতিথি কাজী আবেদা গুলশান ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ভূমি অফিসের কাজের গতি ও উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআরআর/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।