ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোববার টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, নভেম্বর ২, ২০১৬
রোববার টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে রোববার (০৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আসছেন।

এদিন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে টুঙ্গীপাড়ায় আসবেন।

 

বুধবার (০২ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকা ছাড়বেন। আড়াইটাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জান‍ান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারি বিভিন্ন সংস্থা ও অন্যান্য শ্রেণীপেশার লোকজনের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।