ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে ৬ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, নভেম্বর ২, ২০১৬
মুন্সীগঞ্জে ৬ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ: আইন অমান্য করে মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরার দায়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছয় জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালেকুজ্জামান এ আদেশ দেন।

এসময় জেলেদের কাছ থেকে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

ইউএনও মো. খালেকুজ্জামান বাংলানিউজকে বলেন, লৌহজং ছাড়াও জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ৮০ কেজি, শ্রীনগর উপজেলা থেকে তিন কেজি ও সদর উপজেলা থেকে ২৫ কেজি মাছ জব্দ করা হয়।

পরে জব্দকৃত এসব ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।