ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সলঙ্গায় বিদেশি মুদ্রাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, অক্টোবর ২৯, ২০১৬
সলঙ্গায় বিদেশি মুদ্রাসহ আটক ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় বিদেশি মুদ্রাসহ আরিফুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আতিয়া হোটেলে অভিযান চালায়ে তাকে আটক করা হয়।

তিনি মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের আবুল কাশেমের ছেলে।

রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল আতিয়া হোটেলে অভিযান চালানো হয়। এসময় আরিফুজ্জামানের কাছে একটি বিদেশি ধাতব মুদ্রা, কয়েকটি ব্যাংকের চেকবই ও মুদ্রা বেচাকেনার আলামত পাওয়ায় তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুজ্জামান জানিয়েছেন, মুদ্রাটি বিক্রির উদ্দেশে এই হোটেলে তিনদিন ধরে অপেক্ষা করছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।