ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে গাড়ির ধাক্কায় শিশু নিহত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, ফেব্রুয়ারি ৬, ২০১৬
হাতিরঝিলে গাড়ির ধাক্কায় শিশু নিহত

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



প্রাইভেটকার ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ আবু বকর নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা রায়হানকে তখনই মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, রায়হান রামপুরার উলন বাজারের বাসিন্দা লিটনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এজেডএস/এনএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।