ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

বাস নিয়ে ডাকাতির চেষ্টাকালে আটক ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বাস নিয়ে ডাকাতির চেষ্টাকালে আটক ২০ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস নিয়ে ডাকাতির চেষ্টাকালে বাসসহ অন্তত ২০ জন ডাকাতকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্যামলীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।



উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ আটকের বাংলানিউজকে জানান,  সংঘবদ্ধ এই ডাকাতদল দীর্ঘদিন ধরে বাসে যাত্রী উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে আসছে। বুধবার সন্ধ্যায় ওই বাসে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শ্যামলীপাড়া এলাকা থেকে যাত্রী উঠানোর সময় তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।