ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, জানুয়ারি ২৭, ২০১৬
রূপগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ফটিক মিয়া নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ডাদেশ দেন।



ফটিক মিয়া উপজেলার গঙ্গানগর এলাকার সুলতান মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান, ফটিক দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিলো বলে পুলিশের কাছে অভিযোগ ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।