ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী বিমানবন্দরে নিরাপত্তার ব্যবস্থা করুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, জানুয়ারি ২৭, ২০১৬
আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী বিমানবন্দরে নিরাপত্তার ব্যবস্থা করুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: কম্পোজিট ইউনিটের মাধ্যমে আর্ন্তজাতিক মান ও চাহিদা অনুযায়ী অতিদ্রুত বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আর্ন্তজাতিক চাহিদা অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং সেটা অতিদ্রুত।

দৃশ্যমানও করতে হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের আর্ন্তজাতিক চাহিদা পূরণ করেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই আমাদের চলাচলটা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেখানে একটা কম্পোজিট ইউনিট করতেই হবে।

শেখ হাসিনা বলেন, বিমানবন্দরের নিরাপত্তা শুধু বাড়ানো নয়, এটাকে দৃশ্যমান করতে হবে। সেটা যদি না করি আমাদের বিমান কিন্তু লন্ডনে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমেরিকায় কিন্তু আমরা এখনো পাঠাতে পারছি না একটাই কারণে, এখনও আমরা আর্ন্তজাতিকভাবে এ গ্রেডের নিরাপত্তা ব্যবস্থা করতে পারিনি।

বাংলাদেশ বিমান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিমানকে আমরা শক্তিশালী করেছি। ছয়খানা এসেছে, আরো চারখানা উড়োজাহাজ আসবে। সারা বিশ্বে আমাদের বিমান যাক সেটা আমরা চাই।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সচিব মো. মোজ্জাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।