ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

আলতাফ মাহমুদের জন্য জাতীয় প্রেসক্লাবে দোয়া মাহফিল বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, জানুয়ারি ২৫, ২০১৬
আলতাফ মাহমুদের জন্য জাতীয় প্রেসক্লাবে দোয়া মাহফিল বুধবার আলতাফ মাহমুদ

ঢাকা: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বুধবার (২৭ জানুয়ারি) বাদ আছর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।


 
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বিএফইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ রোববার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আলতাফ মাহমুদ। ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের  (মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। পোস্ট অপারেটিভ জটিলতায় রোববার মারা যান ৬২ বছর বয়সী আলতাফ মাহমুদ।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের নিজ বাড়িতে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে সাংবাদিক আলতাফ মাহমুদকে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬  
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।