ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

ডিআইজি ও পুলিশ সুপার সেজে প্রতারণা, সলঙ্গায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, জানুয়ারি ২৪, ২০১৬
ডিআইজি ও পুলিশ সুপার সেজে প্রতারণা, সলঙ্গায় আটক ১ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: রাজশাহী রেঞ্জের ডিআইজি ও সিরাজগঞ্জের পুলিশ সুপারের অফিসিয়াল মোবাইল নম্বরের সঙ্গে মিলিয়ে ভিন্ন অপারেটরের মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার দায়ে আব্দুল মমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সলঙ্গা থানার পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়া থেকে আব্দুল মমিনকে আটক করা হয়।

তিনি ওই গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আমার সরকারি মোবাইল নম্বরের (যথাক্রমে ০১৭১৩-৩৭৩৭৮৮ ও ০১৭১৩-৩৭৪০৩০) শেষ ছয় ডিজিটের ঠিক রেখে এয়ারটেল নম্বর (০১৬১৩-৩৭৩৭৮৮ ও ০১৬১৩-৩৭৪০৩০) সংগ্রহ করে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের কল দিয়ে প্রতারণা করে আসছিলেন আব্দুল মমিন। বিষয়টি পুলিশের নজরে এলে সকালে তাকে আটক করা হয়।

পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন আব্দুল মমিন। এছাড়া তার সঙ্গে হাটিকুমরুল মোড়ের মোবাইল ফোন ব্যবসায়ী সাদ্দাম ও এয়ারটেলের বিক্রয় প্রতিনিধি রুবেল জড়িত বলেও জানান তিনি।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, আব্দুল মমিনের স্বীকারোক্তি অনুযায়ী সাদ্দাম ও রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।