ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে র‌্যাব সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে

সিনিয়র করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, জানুয়ারি ২৪, ২০১৬
রাজধানীতে র‌্যাব সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে

ঢাকা: রাজধানীর রমনা থানা এলাকা থেকে র‌্যাব সদস্য হালিমের (৪৫) কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ একটি মোবাইলফোন সেট নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

র‌্যাব-১০ এর ডিএডি আবু নাঈম বাংলানিউজকে জানান, হালিম র‌্যাব-১০ এ এএসআই হিসেবে কর্মরত।

তিনি ছুটি নিয়ে পাবনা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তিনি রমনা থানা এলাকায় ‍অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

তিনি বলেন, রমনা থানা পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে রাজারবাগ থেকে বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তবে কখন তিনি ‍অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন বিষয়টি জানতে পারেননি ডিএডি।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ পাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।