ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

খিলগাঁও থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জানুয়ারি ২৪, ২০১৬
খিলগাঁও থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে সজীব মণ্ডল (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ের ৩টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সজীব জামালপুর সদর উপজেলার রণরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আনোয়ার হোসেন তার পরিবার নিয়ে ২৭৬/বি, খিলগাঁও সিপাহীবাগ এলাকার সাহেরুনবাগে বসবাস করেন।

এ প্রসঙ্গে পরিবারের সদস্যদের বরাত দিয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল বলেন, সজীব স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। পড়া-লেখায় অমনোযোগী হওয়ায় সকালে আনোয়ার হোসেন তাকে বকা দেয়। এ কারণে সিলিং ফ্যানের সঙ্গে জিআই তার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।