ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

আলতাফ মাহমুদের মৃত্যুতে ৩ দিনের শোক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, জানুয়ারি ২৪, ২০১৬
আলতাফ মাহমুদের মৃত্যুতে ৩ দিনের শোক আলতাফ মাহমুদ

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বিএফইউজে’র পক্ষ থেকে এ যৌথ কর্মসূচি ঘোষণা করা হয়।



বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক সংগঠনটির সদ্য প্রয়াত সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে তিনদিনের এ শোক কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে রোববার সকাল ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আলতাফ মাহমুদ ইন্তেকাল করেন (ইন্না...রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ডিইউজে’র সদস্য ছিলেন আলতাফ মাহমুদ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়‍ারি ২৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।