ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে লরি চাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, জানুয়ারি ২৪, ২০১৬
গোপালগঞ্জে লরি চাপায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে লরি চাপায় বিকাশ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বেদগ্রাম নাদের আলি ছাদের আলি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।



গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সওগাতুল আলম জানিয়েছেন, সকাল ৭টার দিকে ওই সড়কের বেদগ্রাম নিজ চা দোকানের সামনে রাস্তা পারাপারের সময় তাকে লরিটি চাপা দেয়। লরিটি কোটালীপাড়ার দিক থেকে মাটি বোঝাই করে শহরের দিকে যাচ্ছিল। তাকে গুরুতর আহতাবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।