ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে পুলিশের শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৭, জানুয়ারি ২৪, ২০১৬
খাগড়াছড়িতে পুলিশের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সদস্যরা।

শনিবার (২৩ জানুয়ারি) রাত ১০টা থেকে শহরের শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ার, মুসলিম পাড়া ও একটি এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন তারা।



এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী, সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই শীতে অসহায় মানুষজন খুব কষ্ট পাচ্ছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এ সময় তাদের পক্ষ থেকে শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।