ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরে দগ্ধ অপর পোশাক শ্রমিকেরও মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, জানুয়ারি ২৪, ২০১৬
মিরপুরে দগ্ধ অপর পোশাক শ্রমিকেরও মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: গত ১৭ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনে অ্যাকটিভ গার্মেন্টের ডাইং সেকশনে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অপর পোশাক শ্রমিকও মারা গেছেন। তার নাম স্বপন (২৫)।

তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিলো।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ‍পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে গত ২১ জানুয়ারি এ ঘটনায় দগ্ধ অপর পোশাক শ্রমিক মো. আরিফ (১৭) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো। তারা দু’জনই অ্যাকটিভ গার্মেন্টের কর্মচারী ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/আরএম

** মিরপুরে গার্মেন্টসের বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ
** মিরপুরে অগ্নিদগ্ধ পোশাক শ্রমিকের ঢামেকে মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।