ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ৩ ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, জানুয়ারি ২৩, ২০১৬
বেনাপোলে ৩ ভারতীয় নাগরিক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় বেনাপোল সীমান্ত তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  
 
শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোলের পুটখালীর চর থেকে তাদের আটক করা হয়।


 
আটক ভারতীয় নাগরিকরা হলেন- নদীয়া জেলার ভাঙ্গা গ্রামের অধির বিশ্বাসের ছেলে অলিভ বিশ্বাস (৪৫), তার ভাই প্রল্লাদ বিশ্বাস (৪৯) এবং উত্তর ২৪ পরগণা জেলার সুন্দরপুর গ্রামের কাদের আলীর ছেলে আইয়ুব আলী (৩৪)।
 
২১ বিজিবি ব্যাটালিয়ন পুটখালী ক্যাম্প কমান্ডার গোলাম আহমেদ বাংলানিউজকে বলেন, ভারত সীমান্তবর্তী ইছামতি নদী পার হয়ে এপারে আসার সময় অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় দালালরা।  
 
পরে, বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।
 
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।