ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

১০ দিনের জন্য নার্সদের আন্দোলন স্থগিত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, জানুয়ারি ২৩, ২০১৬
১০ দিনের জন্য নার্সদের আন্দোলন স্থগিত ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১০ দিনের জন্য অবস্থান ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি রিনা আকতার এ ঘোষণা দেন।



এর আগে সন্ধ্যায় তাদের সঙ্গে আলোচনা করে দাবি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলার আশ্বাস দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সনাল। পরে সন্ধ্যায় রাতে  আকতার আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে অবস্থান ধর্মঘট পালন করছেন ডিপ্লোমা নার্সরা।
 
** নার্সদের পঞ্চম দিনের অবস্থান ধর্মঘট চলছে

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।