ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

চারঘাটে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, জানুয়ারি ২৩, ২০১৬
চারঘাটে ইয়াবাসহ যুবক আটক ছবি : প্রতীকী

রাজশাহী: রাজশাহী জেলার চারঘাটে ৫৬০ পিস ইয়াবাসহ লিটন হোসেন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে মাদকের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) গভীর রাতে তার বাড়ি থেকে চারঘাট মডেল থানা পুলিশ লিটনকে আটক করে।

লিটন উপজেলার নন্দনগাছী বরকতপুর এলাকার শাহজাহান আলীর ছেলে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে লিটনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৫৬০পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।