ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

দু’দিনেও উদ্ধার হয়নি আশুলিয়ার ২ অপহৃত স্কুলছাত্র

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জানুয়ারি ২৩, ২০১৬
দু’দিনেও উদ্ধার হয়নি আশুলিয়ার ২ অপহৃত স্কুলছাত্র

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার জিরাবো এলাকা থেকে অপহৃত হওয়া দুই স্কুলছাত্র দু’দিন পরেও উদ্ধার হয়নি।

অপহৃত দুই স্কুলছাত্র হলো- আরফাউল (৭) ও ইমন বাবু (৬)।

তারা দুজনই জিরাবো এলাকার জিরাবো মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র।

অপহৃত দুই শিশুর পরিবার জানায়, গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটায় জিরাবোর ফুলবাগান এলাকার গার্মেন্টস শ্রমিক আইয়ুর আলীর ছেলে ইমন বাবু ও চা দোকানি চাঁন মিয়ার ছেলে আরফাউলকে অপহরণ করে দুর্বৃত্তরা।

এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ওই দুই পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় জিরাবোর ফুলবাগান এলাকার শিশু ও অভিবাকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

বিষয়টি জানিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ঘটনা জানতে পেরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত দুই শিশুকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অপহৃত দুই শিশুর বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার কাশেমপুর ও ঝুমা কালাপাড়া মাদারপুর গ্রামে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।